পিরোজপুর
স্বরূপকাঠিতে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) ৮৯ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সুটিয়াকাঠি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো শফিকুল ইসলাম (৩৮)ও জুয়েল মাহমুদ (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি এলাকায় মঙ্গলবার মধ্যরাতে পুলিশের চৌকশ কর্মকর্তা পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূষিত আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ে জড়িত দু’জনকে আটক করতে স্বক্ষম হন।