বরিশাল
সেই মসজিদের তালা খুলে দিলেন ম্যাজিস্ট্রেট, সোহাগের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : চরফ্যাশন উপজেলার আসলামপুর ‘মসজিদে তালা, মুসল্লিরা নামাজ আদায় করেছেন রাস্তায়’ সংবাদ প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মসজিদের তালা খুলে দিয়ে জোহরের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। শনিবার অনলাইন সংবাদ প্রকাশের পর ধর্ম সচিব ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামানকে ফোন করে বিষয়টি সমাধান করার জন্য নির্দেশ দেন।
জেলা প্রশাসক ইউএনওর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেক মূহিদ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেলেটারি, মসজিদের সভাপতি, ইমাম ও সংবাদকর্মীদের উপস্থিতিতে তালা খুলে জোহরের আজান দিয়ে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেন। মসজিদে তালা দেওয়ার ঘটনার মূলহোতা হলেন আসলামপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন মিয়ার ছেলে জিয়াউদ্দিন সোহাগ। তিনি আসলামপুর এলাকার বহু অপকর্মের হোতা।