বরিশাল
বরিশাল মহানগর ২৯ নং ওয়ার্ড
বিতর্কিত ইমরান মোল্লাকে মহানগর আওয়ামী-লীগের শোকজ
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল মহানগর আওয়ামী লীগের দলীয় পদ-পদবী পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বরিশাল মহানগর ২৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা। চাঁদাবাজি মামলায় বরিশালের বিতর্কিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে জেল হাজতে প্রেরনের পর বরিশাল নতুল্লাবাদ স্ট্যান্ড দখলের জন্য নিজেকে জাহির করলেও শেষ রক্ষা হয়নি। গতকাল রবিবার ৬ আগস্ট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল মহানগরের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মোল্লাকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে, সম্প্রতি নথুল্লাবাদ বাস টার্মিনালের দায়িত্ব পাচ্ছে ইমরান মোল্লা এমন সংবাদের জানান দেয়ায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ইমরান মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি দেশ জনপদকে বলেন, কিছুদিন আগে অতিউৎসাহী কিছু সাংবাদিক আমাকে নিয়ে পত্র-পত্রিকায় “নতুল্লাবাদ টার্মিনালের দায়িত্ব পাচ্ছে ইমরান মোল্লা” নামক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এধরনের নিউজ সম্পর্কে আমি কিছুই জানতাম না। হয়তো নথুল্লাবাদের এই ঘটনার জের ধরে আমাকে নোটিশ পাঠিয়েছে। তাছাড়া আর কোনো কারন দেখছি না। প্রকাশিত সংবাদে আপনার বক্তব্য ছিল এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি তিনি। এদিকে হঠাৎ করে ২৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা নথুল্লাবাদ বাস টার্মিনালের দায়িত্ব পাচ্ছেন এমনটা জানান দিলে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে মহানগর আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ইমরান মোল্লার বিরুদ্ধে নোটিশ করাকে ক্ষমতাসীন মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখছেন ‘কড়া বার্তা’ হিসেবে। এ বিষয়ে বরিশাল মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে শোকজ করা হয়েছে। নথুল্লাবাদ বাস টার্মিনালের দায়িত্ব তাকে কে দিবে? দলের নাম ভাঙ্গিয়ে যেই এমন ভিত্তিহীন মনগড়া কাজ করবে তার বিরুদ্ধে আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি।