গৌরনদী
সেই আওয়ামী লীগ নেতা ঘরের সাথে পাচ্ছেন ছেলের চাকরি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ গত ১৯ মে “ভাঙ্গা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ নেতার বসবাস” শিরোনামে সংবাদ প্রকাশের পর অসহায় আওয়ামী লীগ নেতা এসহাক বেপারী সাকীকে বসতঘর নির্মাণ করে দেয়ার পাশাপাশি ছেলের জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রস্তুতি দেয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এ প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসহায় এসহাক বেপারীর সাকীর জয়শুরকাঠী গ্রামের নিজ বাড়িতে গিয়ে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ পক্ষ থেকে বসতঘর নির্মাণ ও ছেলের চাকরির ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার কথা জানিয়েছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এসময় পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও ব্যর্থ হন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক অসহায় এসহাক বেপারী সাকী। এনিয়ে দৈনিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর এমপি’র নজরে আসে।
পরবর্তীতে তার নির্দেশে আমরা অসহায় আওয়ামী লীগ নেতা সাকীর বাড়ির গিয়ে জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছি। পাশাপাশি তার (সাকী) ছেলের আবেদন করা গ্রামপুলিশের চাকরির ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার কথাও জানিয়েছি।
ঘর ও ছেলের চাকরি পাইয়ে দেয়ার জন্য দলের নেতৃবৃন্দের কাছ থেকে আশস্ত হয়ে দুর্দীনের আওয়ামী লীগ নেতা এসহাক বেপারী সাকী স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবেগাপ্লুত হয়ে তিনি (সাকী) বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্য আমার জীবনটা দিতে পারলে আমি মরেও শান্তি পাবো।