বরিশাল
সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় স্বাস্থ্ পরিচালক বাসুদেব কুমার দাশ বলেছেন, “র্তণমূল পর্যায়ে এখনো অনেক মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। খেয়াল রাখবেন যেন সমন্বয়হীনতার জন্য এরা সেবা থেকে বঞ্চিত না হন। এসময় পরিচালক আরও বলেন, “আমরা করোনার স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেকটা বের হয়ে আসতে শুরু করেছি। আমাদের সংক্রমণের হার অনেকটা কমে এসেছে। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। তিনি আরও বলেন , কোভিডকে নিয়ন্ত্রণ রাখতে না পারলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। এজন্য সকলকে তিনি সঠিকভাবে মাক্স ব্যবহার করার আহবান জানান। ‘সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যবশ্যকীয় স্বাস্থসেবা’ বিষয়ক কর্মশালায় তিনি এ আহবান জানান। মাঠ প্রর্যায়ে সেবাদানকারীদের জন্য পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। সেন্ট বাংলাদেশ কার্যলয়ে বৃটিশ সরকারের এফসিডিও অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ববধায়নে ও পাটনারর্স ইন হেলর্থ এন্ড ডেভেলপেমেন্ট (পিএইচডি)’র ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক আঃ ছালাম এতে সভাপতিত্ব করেন। কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পারিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম, ইএইচডি প্রকল্প টিম লিডার সমুহাম্মদ এহসানুল হক, পিএইচডি, ফিনাসিং এডভাইজার মোঃ জাকির হোসেন, হেলথ ফিনাইসিং এডভাইজার, কনসার্ন ওয়াল্ডওয়াইড, ইএইচডি মোঃ শাখাওয়াত হোসেন, ইএইচডি প্রকল্প কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খাঁন। প্রশিক্ষণ কর্মশালায় বরগুনা,পটুয়াখালী, কলাপাড়া, ভোলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন।