উজিরপুর
সাতলায় ঘেরের মাছ লুট করলেন আ.লীগ নেতা, জব্দ করলো পুলিশ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ঘেরের মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিয়ার বিরুদ্ধে। পরে সেই মাছ জব্দ করেছে পুলিশ।
জানা যায়- সাতলা সমন্বিত মৎস্য ঘের নামে ৩শত একর জমি একটি মাছের ঘের খোলা ডাকের মাধ্যমে মোঃ মোস্তফা মিয়াসহ ১০ জন মিলে ক্রয় করেন। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রায় ৩ লক্ষ টাকার মাছ ধরে বিক্রি করার জন্য মোঃ ইশ্রাফিল বালী, রিপন হাওলাদার, মোঃ আতিয়ার বিশ্বাস, নসিমন চালক আজাদ বিশ্বাস, হাফিজুর রহমান মিয়া, জাকির মিয়া মিলে হারতা বাজারে নসিমন গাড়ি যোগে রওয়ানা হয়ে সাতলা নয়াকান্দি বাজারের উত্তর পাশে সুইজ গেট নামক স্থানে পৌঁছামাত্র দক্ষিন সাতলা গ্রামের মৃত আমজেদ কালাই মিয়ার ছেলে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিয়া, মোঃ জাহিদুল ইসলাম মিয়া, মনির হোসেন মিয়া, মেয়ে মোসাঃ মমতাজ ও মিজানের স্ত্রী মোসাঃ রুবিনা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত হামলা চালায় এবং প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করলে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদ ঘটনাস্থল থেকে লুটকৃত মাছ উদ্ধার করে ওই এলাকার মোনাফছের বিশ্বাসের জিম্মায় দেন। এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত মিজানুর রহমান মিয়া বিষয়টি এড়িয়ে যান।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।