বরিশাল
৩ নম্বর সতর্ক সঙ্কেত
সাগরে ৯১ মাঝিমাল্লাসহ ৭ ট্রলারডুবি, ২৩ জেলে নিখোঁজ
ভোলা প্রতিনিধি ॥ ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ও ভোলার মেঘনা নদীতে ৯১ মাঝিমাল্লাসহ ভোলার সাতটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখনো নিখোঁজ রয়েছে ২৩ জেলে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঝরের কবলে পরে মনপুরা উপজেলার পাঁচটি চরফ্যাশন উপজেলার একটি ও ভোলা সদর উপজেলায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ৯১ জেলের মধ্যে ৬৮ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ২৩ জেলে।
এদিকে সাগরে নিম্নচাপের ফলে মেঘনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৈরী আবহাওয়া কারণে ভোলা-লক্ষীপুর ফেরী চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কতৃপক্ষ।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সাগর ও নদী উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সঙ্কেত দেয়া হয়েছে। সাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসের গতি বেড়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।