বরিশাল
সম্মুখ যুদ্ধ করেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি বাবুগঞ্জের আব্দুল গনি
বাবুগঞ্জ প্রতিনিধি॥ ৭১’র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা সম্মুখ যোদ্ধা আব্দুল গনি মৃধা। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধের শুরুর দিকে বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খানের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন বলে একটি প্রত্যায়ন দিয়েছে তৎকালীন বাবুগঞ্জ-গৌরনদীর মুক্তিযোদ্ধাকালীন বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম। পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব খান ভারত গেলে বেইজ কমান্ডার মোঃ আবুল কাশেম এর সাথে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন আব্দুল গনি মৃধা। স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধা হিসাবে গনি মৃধাকে স্বীকার করলেও নথি ভুক্ত হয়নি তিনি। জানাযায়, ২০০৩ সালে তিনি স্বীকৃতি চেয়ে আবেদন করলে জেলা পর্যায় যাছাই বাছাইতে টিকে যায়। পরে তৎকালীন সরকার দলীয় কোন্দলে যাছাই বাছাই স্থগিত করা হলে তালিকাভুক্ত হননি তিনি। সর্বশেষ যাচাই বাছাইতে আর্থিক সংকটের জন্য আবেদন করেননি। আব্দুল গনি মৃধা বলেন, “ভাতা নয় মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা স্বীকৃতি চাই। তদন্ত সাপেক্ষে অন্তত যুদ্ধকালীন ত্যাগের স্বীকৃতি দেয়া হোক আমাকে।
মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী সরদার বলেন, আব্দুল গনি মৃধা যুদ্ধকালিন সময় বাবুগঞ্জ মেলিটারি ক্যাম্পে, রহমতপুর ব্রীজ ও ছয়মাইল ব্রীজসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ অপারেশনে সরাসরি অংশগ্রহণ করেন।