বরিশাল
সন্তান চুরি করে পালালো বাবা, উদ্ধার করলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের করিম (বক্স)’র ছেলে ছালাম কবির খাঁনের বিরুদ্ধে নিজ সন্তান চুরি করার অভিযোগ উঠেছে। গত রবিবার ছালামের শ্বশুর নুরমোহাম্মদ বেপারী হিজলা উপজেলার কালিকাপুর গ্রামের বাড়িতে মৃত্যু হলে দাফন করতে গিয়ে ছালাম কবির খাঁেনর নিজের ৩ বছরের শিশু সন্তান জায়েদকে নিজের বাড়ি নিয়ে চলে আসে। ঘটনায় স্ত্রী কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করলে গতকাল ২০ (জুলাই) কাজীরহাট থানা পুলিশ এস.আই টিপু সহ সঙ্গীয় ফোর্স গিয়ে পূর্ব কাদিরাবাদ ছালাম কবির খাঁেনর বাড়ি হতে শিশু জায়েদকে উদ্ধার করে। জায়েদার মা মোসাঃ শিমু বেগম প্রতিনিধিকে বলেন, ৫ বছর পূর্বে ছালামের সাথে বিবাহ হয়। বিবাহর পর থেকেই আমার সংসারে সুখ নেই। প্রায় সময় ঘটে শারিরীক নির্যাতনসহ গালমন্দ। তবু ও সন্তানের কথা ভেবে সংসার করতে বাধ্য হই। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ দিন পূর্বে স্বামীর বাড়িতে ব্যপক নির্যাতন চালায় স্বামী ছালাম কবির খাঁন। অবশেষে বাধ্য হয়ে বাবার বাড়ীতে আশ্রয় নেয় শিমু। শিমু জানায়, গত ১৯ জুলাই আমার পিতা মারা গেলে খবর শুনে আমার স্বামী বাড়ি এসে আমার বাবাকে দাফন করেই কাউকে কিছু না বলে আমার ছেলেকে নিয়ে যায়। আমি কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করার পরে পুলিশ আমার শ্বশুর বাড়ি থেকে জায়েদকে উদ্ধার করেন। থানা সূত্র জানায়, ছেলেকে শিমুর নিকট বুঝিয়ে দিয়ে ছালামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এস.আই পিন্টু জানায়, মামলার প্রস্তুতি চলছে তবে জায়েদকে উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা পালিয়েছে। ছালামকে খুজে আইনের আওতায় আনা হবে।