ভোলা
সন্তানকে বিপদগ্রস্ত পরিস্থিতি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই-এমপি শাওন
নিজস্ব প্রতিবেদক॥ লালমোহন উপজেলাধীন কর্তারহাট খেলোয়ার কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
২২ ফেব্রুয়ারী সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রীড়াপ্রেমি রাজনীতিবিদ ছিলেন।
পিতার আর্দশ নিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারের ন্যায় যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে সফল রাষ্ট্র নায়কের অপর নাম শেখ হাসিনা।
প্রধান অতিথি আরো বলেন, সন্তানকে বিপদগ্রস্ত পরিস্থিতি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই।