ঝালকাঠি
সংস্কারের অভাবে আশ্রয়নের ঘরগুলো এখন মরনফাদ
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি দুই নং বিনয়কাঠি ইউনিয়ন কল্যানকাঠি আশ্রয়ন প্রকল্প
কল্যানকাঠি গ্রামের আশ্রয়ন প্রকল্পটি এখন প্রায় পরিত্যক্ত কিংবা মরনফাদে পরিনত হয়েছে। সামনের বর্ষা মৌসুম অতিবাহিত করার অবকাঠামোগত অবস্থা নেই এই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর। এমনটিই জানালেন আশ্রয়ন প্রকল্পের সভাপতি তৈয়ব আলী খান। প্রায় দেড় যুগ আগে নির্মিতব্য আশ্রয়ন প্রকল্পটিতে কোন প্রকার সংস্কার বা উন্নয়নের ছোয়া না লাগার ব্যাপারে অত্র ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হাওলাদার বলেন, আমাদের তেভন কিছু করার নেই এই প্রকল্প সরাসরি প্রধানমন্ত্রির কার্যালয় থেকে পরিচালনা করা হয়।
সুত্রে জানা গেছে, দুই নং বিনাইকাঠি ইউনিয়নের এই আশ্রয়ন প্রকল্পটিতে চল্লিশটি ঘর রয়েছে এবং একটি কমিউনিটি সেন্টারও রয়েছে বাসিন্দাদের বিনোদনের জন্য। একেকটি ঘর টিন এঙ্গেল দিয়ে বানানো হয়েছে। টিন ও এঙ্গেল মরিচা পরে তা এখন ব্যবহার অনপযোগী হয়ে পরেছে। শুধু তাই নয় একটু ঝড়ো বাতাসে যেকোনো মুহুর্তে ধ্বসে পরে প্রানহানি ঘটতে পারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের। এক একর চল্দলিশ শতাংশ জমিতে ফিট প্রস্থ ও ত্রিশ ফিট লম্বায় একেকটি ঘর এখন মরনফাদে পরিনত হয়েছে। এমন দুদর্শা লাগবে কি পদক্ষেপ নিয়েছে জনপ্রতিনিধিরা জানতে চাইলে বাসিন্দারা বলেন আমরা মেম্বর চেয়ারম্যানদের কাছে গেলে বলে আমাদের কিছু করার নেই উপজেলায় যান। আর এমন দায়সারা দ্বায়িত্বপালনে ঝুকিপূর্ন দিনাতিপাত করতে হচ্ছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের। এমন চালচিত্রের মধ্যে জীব বাচাতে ইতিমধ্যে বাইশটি পরিবার অন্যত্র চলেগেছে। এহেন পরিস্থিতি উত্তরনের ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন প্রকল্প শেষ হওয়ার পর তেমন কিছু করার থাকেনা । মন্ত্রনালয়ে সচিত্র প্রতিবেদন পাঠাতে পারি এবং এরপর মন্ত্রনালয় বরাদ্দ দিলে সংস্কার উদ্যোগ নেয়া হতে পারে।