বরিশাল
সংবাদ প্রকাশের পর বরিশাল নদী বন্দর থেকে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের পর বরিশাল নদী বন্দর এলাকা থেকে মো: কাজল (২০) নামের এক যুবককে আটক করেছে নৌ পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ মে) নদী বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরআগে সোমবার (মে ১৩) ‘মাদক ও জুয়ার রাজ্যে পরিনত হয়েছে বরিশাল লঞ্চঘাট, নিরব ভূমিকায় প্রশাসন’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।
আটক কাজল নগরীর বটতলা পাসপোর্ট রোড এলাকার মো: কবিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক আব্দুল রাজ্জাক। তিনি জানান পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ইতোমধ্যে নৌ পুলিশ বরিশাল কর্তৃক বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মারজানুর রহমানকে নিয়োজিত করেছেন। যে কোন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।