বরিশাল সদর
শ্রীপুরে প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণ ঘটনায় মামলা দায়ের ॥ ধর্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের শ্রীপুরে প্রতিবন্ধী গৃহবধূ (৩০) ধর্ষণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী মাসুদ হাওলাদার (৪৫) কে গ্রেফতার করেছে। গত ২৮ সেপ্টম্বর ধর্ষিতা মেহেন্দিগঞ্জ থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলাটি দায়ের করলে পুলিশ ধর্ষণের অভিযোগে মাসুদ হাওলাদারকে আটক করে আদালতে সোপর্দ করে। ঘটনাটি ধামাচাপা দিতে এবং কয়েক হাজার টাকা ধর্ষকের কাছ থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ধর্ষিতার আজ মেডিকেল পরীক্ষা হতে পারে। শ্রীপুর ইউনিয়নের ৫নং বাহেরচর ওয়ার্ডের প্রতিবন্ধী এক গৃহবধূকে শ্রীপুর বাজারের মুদি ব্যবসায়ী মাসুদ তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার নোমান মোল্লা মামলা না করে একটি সমঝোতার চেষ্টা করে। ধর্ষক মাসুদের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয় বলে একাধিকসূত্র নিশ্চিত করে। পরে মেহেন্দিগঞ্জ থানার ওসির নির্দেশে এস আই মিজান অভিযুক্ত ধর্ষক মাসুদকে গ্রেফতার করে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।