বরিশাল
শ্রমিক ফ্রন্ট সদস্য দীপু হত্যাকারীদের কঠোর বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে শ্রমিক ফ্রন্ট সদস্য দীপু হালদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার ব্যানারে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা বাসদ সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নিহত দীপু হালদারের মা, বোন ও প্রতিবেশী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, কাজল দাস, শহিদুল ইসলাম, মোকলেছুর রহমান, রুবেল হাওলাদার, বিজন সিকদার ও লামিয়া সায়মন।
বক্তারা বলেন, গত ২৭ জানুয়ারি রাতে শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সদস্য দীপু হালদারকে নগরীর ইছাকাঠি এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সমাবেশ শেষে একই দাবিতে সদর রোড থেকে বের হওয়া একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দীপু হত্যার ঘটনায় ওই রাতেই কুডু মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ।