বরিশাল
শেবামেকে ডিজিও বিভাগ চালু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) দীর্ঘ ৫০ বছর পর ডিপ্লোমাটিক ইন গাইনী অবস্ট্রাক্টিভ (ডিজিও) বিভাগ চালু হয়ছে। গত আগস্ট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা আসে। তবে এই বিভাগটি চালু করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। এই কলেজে ডিজিও বিভাগ চালু হওয়ার ফলে গাইনী বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে এখানকার শিক্ষার্থীরা। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা গাইনী রোগীরাও বিশেষ সেবা পাবেন। শেবামেক এর গাইনী বিভাগের প্রধান ডাঃ খুরশীদ জাহান বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম কলেজে ডিপ্লোমাটিক ইন গাইনী অবস্ট্রাক্টিভ (ডিজিও) বিভাগ চালু হয়েছে। এর ফলে একদিকে যেমন রোগীরা আধুনিক ও ভাল মানের সেবা পাবেন তেমনি গাইনি বিভাগের শিক্ষার্থীরাও যথাযথ শিক্ষায় পারদর্শী হবেন। ডাঃ খুরশীদ জাহান আরও বলেন হাসপাতালে চারটি ইউনিট করে বর্তমানে গাইনী রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এখানকার রোগীরা নিয়মিত সেবা পাচ্ছেন। সম্প্রতি গাইনী বিভাগের ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৬টি সিজারিয়ান অপারেশনও করা হয়েছে। কলেজ অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন বলেন, “এখন থেকে আমাদের কলেজের শিক্ষার্থীরা গাইনী বিদ্যায় অরো পারদর্শী হয়ে উঠবে। এটা একটি সুখবর। তাছাড়া আমরা এই কলেজে ইনফিল্ড রেডিওলজি এ্যান্ড ইমেজিং আল্ট্রাসনোগ্রাম বিভাগও চালু করেছি।