বরিশাল
শেবাচিম হাসপাতালে নবজাতক ফেলে উধাও মা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে গেছেন প্রসূতি ও স্বজনরা। রোববার (৫ মে) ভোরে হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার (৪ মে) ওই নবজাতককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রের নার্স ইনচার্জ জয়নব বিবি।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে শিশুটির জন্ম হয়। ৬০০ গ্রাম ওজনের কন্যা শিশুকে ভোরে শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে ভর্তি করা হয়। শনিবার সকালের পর থেকে আর কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হলে একজন আসার কথা বলেন। তবে রোববার দুপুর পর্যন্ত কেউ আসেনি। সকাল থেকে ওই নম্বরে কল করা হলেও কেউ ধরছে না।
ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলা। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না। হাসপাতাল থেকেই তার চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে।
শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। অভিভাবক ফিরে না আসায় তার চিকিৎসার সকল ব্যয় হাসপাতাল থেকে বহন করা হচ্ছে।