বরিশাল
শেবাচিমে হামলার ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ব্রাদার সাইফুল ইসলামকে মারধরের ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
তারা হলেন- ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পরিদর্শক বুলবুল আহমেদ এবং কনস্টেবল মো. জাভেদ ও মো. মেহেদি। ট্যুরিস্ট পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্সের (ব্রাদার) উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমান পাওয়ায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত বুধবার (৯ মার্চ) গভীর রাতে নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়ক এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আহত হয়। অন্যান্য ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের টিকেট কাউন্টারের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) সাইফুল ইসলাম রোগীর নাম ও বয়স জানতে চাইলে সালাউদ্দিনের সাথে থাকা পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে কাউন্টারে জোর করে প্রবেশ করে সাইফুলকে বেদম মারধর করে। আহত সালাউদ্দিনকে ভর্তি করা হয় সার্জারী ইউনিটে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে পরিচালক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নার্সরা। ওইদিন দুপুরে ট্যুরিস্ট পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ বৈঠক করে দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কঠোর ব্যবস্থা না নিলে অনির্দিস্টকালের কর্মবিরতির হুশিয়ারী দেয় নার্সেস নেতারা। ওই দিন রাতেই অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ।