বরিশাল
শেবাচিমের সিসিইউতে বিস্ফোরণে রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সেন্ট্রাল অক্সিজেন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রমনী দাস নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে। পরে রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (সেবা) সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে। ওই সময় রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়াহুড়ি শুরু করেন। তবে নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। তাৎক্ষণিক একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে সেবা দেয়া হচ্ছে।
এদিকে গৌরনদীর উপজেলার সরিকল থেকে আসা রমনী দাসের স্বজনরা অভিযোগ করেন, ওই ঘটনার পর রাত সোয়া ১১টার দিকে রমনী দাসের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই রোগী আগে থেকেই মুমূর্ষু ছিলেন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানান, স্বজনদের হুড়াহুড়ির সময় এক রোগীর মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডে নয়, তিনি এমনিতেই বেশ অসুস্থ ছিলেন।