জাতীয়
শীতলক্ষ্যায় লঞ্চডুবি : তরুণীসহ ৩ জনের লাশ উদ্ধার
রিপোর্ট দেশজনপদ॥ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন জয়নাল ভূঁইয়া (৬০) এবং ২৫ বছরের অজ্ঞাত এক নারী ও এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস।
জানা গেছে, সাঁতরে তীরে ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন জয়নাল ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ। তিনি ডুবে যাওয়া এম এম আশরাফউদ্দিন নামের লঞ্চের যাত্রী ছিলেন। রবিবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।
এর আগে, দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিননগর এলাকায় রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে।
নিহতের স্বজন বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার ব্যবসায়ী ওমর ফারুক বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ জয়নাল স্ট্রোকের রোগী ছিলেন। লঞ্চ ডোবার পর সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন তিনি। তীরে ওঠার কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা যান তিনি।
লঞ্চডুবির ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে একটি কার্গো জাহাজ ঠেলে অনেক দূর নিয়ে যায় যাত্রীবাহী লঞ্চটিকে। পরে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায় কার্গো জাহাজটি।
ডুবে যাওয়া লঞ্চ থেকে সাঁতরে তীরে ওঠা একাধিক যাত্রী জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। এদের মধ্যে এক নারী তার দুই সন্তান নিয়ে বাঁচার চেষ্টা করেও পারেননি, তিনি সন্তানসহ ডুবে গেছেন।