জাতীয়
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকট আর তীব্র স্রোতের কারণে রাতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শুধু ছোট দুটি ফেরি দিনে চলবে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, নাব্যতা-সংকট মূল কারণ হলেও নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত বিষয়টিও রয়েছে। বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথটি ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। এদিকে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্রোতের কারণে পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না। রাতে ফেরি চলাচল করলে দুর্ঘটনার শঙ্কা থাকে।