লিড
শাহানারা আবদুল্লাহ আর নেই
দেশ জনপদ পত্রিকার শোক প্রকাশ
মোঃ শাকিল মৃধা ॥ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব সাহান আরা বেগম গতকাল রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্তায় শেষ নিঃশেষ ত্যাগ করেন। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি বরিশাল জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক এড. কাইয়ুম খান কায়সার দেশ জনপদকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ০৩ ছেলে ও ০১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৮ জুন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে। তার মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমনসহ জনপদ পরিবারের সকল সদস্যবৃন্দ।