পটুয়াখালী
শালিশদের সন্মুখে মারপিট ; ভাতিজার কোপে চাচা জখম
মোঃ দুলাল হোসাইন , নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর বাউফলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আপন চাচিকে মারধর এবং চাচাকে কুপিয়ে জখম করেছে ভাতিজা।
১১ জানুয়ারি ২০২১ শনিবার সন্ধা ৭.৩০ টার দিকে ০৯ নং নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায় শনিবার দুপুর ১১.৩০ টার দিকে কথার কাটাকাটিতে মামুন(৩২) তার ছোট চাচিকে মারধর করে জখম করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ৩ নং ওয়ার্ডের আওমীলীগ সভাপতি মোঃ আলতাফ মৃধা(৫২) হাসান মল্লিক(৩৬) এবং আরও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সন্ধা ৭.৩০ টার সময় শালিশ মিমাংসায় বসে ।
আলতাফ মৃধা বলেন মাকে ভাগাভাগি নিয়ে এ ঝগড়া আমরা স্থানীয় ভাবে ব্যাপারটা মিলমিশ করে দেব বলে বসেছি কিন্তুু এরা আমাদেরকে অবমাননা করে আবার আমাদের সামনেই মামুন উত্তেজিত হয়ে মামুন রাড়ী (৩০), মিজান রাড়ী (৫০),ইসমাইল রাড়ী সহ আরও বাকি আসামিরা মিলে লোহার রড,দা, ছেনা নিয়ে ফিরোজ রাঢ়ী ও তার স্ত্রীর উপর হামলা চালায়, এবং ঘরবাড়ী ভাংচুর করে। মামুন দা দিয়ে হত্যার উদ্দেশ্যে ফিরোজ রাঢ়ীর মাথায় কোপ দেয় দ্বিতীয় কোপ দিতে গেলে নয়ন ব্যাপারী সামনে পড়ে মারপিট ছাড়াতে গিয়ে নয়ন ব্যাপারির মাথায় ও কোপ পড়ে। ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ ব্যাপারে ফিরোজ রাঢ়ী(৪২) বাদী হয়ে ছয় জনকে আসামি করে বাউফল থানায় একটি এজাহার দায়ের করেন।