বরিশাল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক।। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার খান মো. আবু নাসের, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং জেলার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। সভার শেষ পর্যায়ে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।