ভোলা
লালমোহনে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার চৌমূহনী, সদর রোড এবং উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
এসময় পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের পরিবেশ, পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও খুচরা মূল্য পর্যবেক্ষণের সময় যথাযথ নিয়ম না মানায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জরিমানাকৃত ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সুবহাহ স্টোর, জসিম স্টোর, হক মেডিকেল হল, জনতা হোটেল, রবিন বাণিজ্য বিতান এবং রাকিব স্টোর।