ভোলা
লালমোহনে শিক্ষকদের সাথে এমপি শাওনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক॥ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যে করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভোলার লালমোহনে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ও প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় করোনাকালে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে পাঠদান ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকগণ।