ভোলা
লালমোহনে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। ভোলার লালমোহনে বজ্রপাতে মাসুমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নুরে আলম (৪৫) নামে এক কৃষক।
শনিবার (৫ জুন) বিকেলে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের পশ্চিম লর্ডহাডিঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মাসুমা স্থানীয় সাহাবুদ্দিনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃস্টির মধ্যে মাসুসা বেগম বাড়ির উঠান থেকে হাঁস-মুরগি নিয়ে ঘরে ফিরছিলেন। একই সময় কৃষক নুরে আলম গরু নিয়ে ফেরার পথে বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলেই গৃহবধূ মারা যান এবং আহত হন কৃষক। আহত নুরে আলম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আহত এবং নিহত উভয় একই বাড়ির বাসিন্দা বলেও জানান তিনি।