ভোলা
লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের রাজা মিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ীর মো. হারুনের মেয়ে লামিয়া (৬) এবং মহিউদ্দিনের মেয়ে মারজানা (৬)। লামিয়া পাঙ্গাসিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। মারজানা পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলাবাজার এলাকার। সে তার নানা বাড়ীতে বেড়াতে এসেছে।
লামিয়ার বাবার হারুন ও পরিবার সূত্রে জানা যায়, মারজানা ও লামিয়া দুজনে ফুপাতো মামাতো বোন। শনিবার দুপুরে তাঁরা বাড়ীর উঠোনে খেলা করছিল। খেলা শেষে দুজনে মগ নিয়ে গোসলের জন্য বাড়ীর পিছনের পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পর্যন্ত তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবার তাদের খোঁজাখুজি করলে তখন পুকুরের মাঝে লামিয়াকে ভাসতে দেখেতে পায় তার মা। তখনি তিনি ডাক চিৎকার করলে বাড়ীর অনান্যরা এসে দ্রুত তাদেরকে পশ্চিম চর উমেদ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।