ভোলা
লালমোহনে ঘরে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় নাজমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ ঘরে রেখে পালিয়েছেন স্বামী।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় স্বামী মো. শাহিনের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে পারিবারিকভাবে নাজমা ও শাহিনের বিয়ে হয়। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। কাজের সুবাদে শাহিনের বাড়িতে বিভিন্ন বয়সী নারীরা আসা-যাওয়া করতেন। এ নিয়ে শাহিনের সঙ্গে নাজমার ঝগড়া হতো। শনিবার সকালে নাজমার মরদেহ ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবরে দেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছি। কিন্তু মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স্বামী পলাতক রয়েছেন।
ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বিষয়টি নিশ্চিত হতে পারবো।