ভোলা
লালমোহনে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস
নিজস্ব প্রতিবেদক॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বহুমাত্রিক উন্নয়নের ধারাবাহিকতায় লালমোহনে এলজিইডির আওতায় রামগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের জন্য দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মান হচ্ছে।
উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের তত্বাবধানে নির্মানাধীন ভবনটি হবে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের বহুমাত্রিক উন্নয়নের আরেকটি মাইল ফলক।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের উন্নয়ন ধারায় আরেকটি নতুন সংযোজন হচ্ছে ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মানাধীন ইউনিয়ন ভূমি অফিস। দৃষ্টিনন্দন ভবনটির কাজ দ্রুত এগিয়ে চলছে।
উল্লেখ্য, মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় এক সময়ের অবহেলিত সন্ত্রাসের জনপদকে খুব সল্প সময়ের ব্যাবধানে নিজের সবটুকু মেধা দক্ষতা ও প্রজ্ঞার সমন্বয়ে আধুনিকতার ছোয়ায় শান্তীর নীড় হিসেবে লালমোহন তজুমুদ্দিনকে গড়ে তুলেছেন। যা ডিজিটাল বাংলাদেশের রোল মডেল হিসেবে ভোলা-৩ আসনকে দেশব্যাপী পরিচিত করেছে।