ভোলা
লাইসেন্স না থাকায় ভোলায় হাসপাতাল বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক, ভোলা ॥ ভোলায় সরকারী নিবন্ধন লাইসেন্স না থাকায় আব্দুল খালেক মেমোরিয়াল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে।
আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম ভোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেন। এছাড়াও শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা জানান, আব্দুল খালেক মেমোরিয়াল হাসপাতালে বৈধ কাগজপত্রসহ লাইসেন্স না থাকার কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত এই হাসপাতালটি সিলগালা করে দেয়া হবে বলেও তিনি জানান।