ঝালকাঠি
লঞ্চ অগ্নিকাণ্ড, সুগন্ধা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকা থেকে ভাসমান ওই লাশ পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। লাশটি পুরুষের। বয়স আনুমানিক ৩০ বছর। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনও পরিচয় শনাক্ত হয়নি।
এদিকে এ ঘটনায় এখনও সুগন্ধা, বিষখালী ও গাবখান নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল।
এদিকে নিখোঁজ ও মৃতদের শনাক্তে বরগুনায় বেলা ১১টা থেকে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। স্যাম্পল সংগ্রহ করছে সিআইডির বিশেষজ্ঞ দল।



