বরিশাল
লঞ্চে খুন করে বাস যোগে ঢাকায় যায় ঘাতক মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক।।
পারাবাত-১১ লঞ্চে খুন হওয়া নারীর ঘাতক পিআইবির হাতে গ্রেপ্তার। বরিশালে পারাবত-১১ লঞ্চে খুন হওয়া লাবনীর সন্দেহভাজন হত্যাকারী মনিরুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশালে আজ বুধবার সংবাদ সম্মেলন করে জানায়,পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী মােঃ মনিরুজ্জামান (৩৪), পিতাঃ আব্দুস শহিদ, কাপাসিয়া,জেলাঃ গাজীপুর, বর্তমানে সরকারি কোয়ার্টার, প্রিন্সিপাল আবুল কাশেম রােড, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা-কে ঢাকা হতে পিবিআই বরিশাল জেলা টিম গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই পুলিশ সুপার মো.হুমায়ুন কবির জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে লাবণীর ওড়না দিয়ে লাবণীর গলায় পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। লঞ্চটি বরিশাল নৌ বন্দরে পৌছিলে আসামী মনিরুজ্জামান লঞ্চ থেকে পালিয়ে বাস যােগে ঢাকায় চলে যায়। উল্লেখ্য গত সোমবার সকালে পারা বাত ১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩৫ ঘন্টার মধ্যে তার পরিচয় শনাক্ত করে পিবিআই। পারাবত লঞ্চে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে।