বরিশাল
সুন্দরবন ১০ লঞ্চের সুপারভাইজারকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বরিশাল রুটের সুন্দরবন ১০ লঞ্চের সুপারভাইজার মোঃ দুলাল (৪৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ওই লঞ্চের ৬/৭ জন কেবিনবয় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ মার্চ মঙ্গলবার সকাল এগারোটার দিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থানরত সুন্দরবন ১০ লঞ্চের ভিআইপি কেবিনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বাদী হয়ে ঢাকা কেরানিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন আহত সুপারভাইজার দুলালের বড় বোন মিসেস সাহানা আক্তার। হামলাকারীরা হলেন ওই লঞ্চের কেবিনবয় মিজান, শাকিল, চরকাউয়ার রিপন, চরকাউয়ার শ্রী সুজন, উজিরপুরের হেমায়েত ও সাকিব।
ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি কেবিনের সামনের মেঝেতে ঘুমন্ত অবস্থায় ছিলেন সুপারভাইজার দুলাল। বিষয়টি লক্ষ্য করে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৬/৭ জন কেবিনবয় ভিআইপি কেবিনের সামনের করিডোরে ঢুকে পরে। এ সময় তারা ঘুমের মধ্যে সুপারভাইজার দুলালকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা চালায়। নিজেকে বাঁচাতে ধস্তাধস্তির এক পর্য়ায়ে দুলাল ডাক-চিৎকার শুরু করলে কেবিনবয়রা ছুরি দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় রুমের বাহিরে বেরিয়ে আসলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন লঞ্চের স্টাফরা। এসময় আহত দুলালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা।
হামলায় আহত সুপারভাইজার দুলাল বলেন, প্রতিরাতে লঞ্চের কেবিনের সাইডে বিছানা পেতে ভাড়া দেয় কেবিনবয়রা। বিষয়টি নিয়ে একাধিক যাত্রী লঞ্চ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। পরে লঞ্চ মালিকের ছোট ভাই ঝন্টু স্যার আমাকে দ্রুত বিষয়টি পদক্ষেপ নিতে বলেন। পরে আমি কেবিনবয়দের বিছানা ভাড়া দিতে নিষেধ করি। কিন্তু তারপরও তারা বন্ধ করেনি। একপর্যায়ে আমি কেবিনের পাশের সব বিছানা-পত্র স্টোর রুমে আটকে রাখি। এতে আমার উপর ক্ষুব্ধ হয়ে হামলার ষড়যন্ত্র করে তারা। ঘটনার দিন ৬/৭ জন ভিআইপি কেবিনের সামনে এসে ঘুমন্ত অবস্থায় আমাকে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে জানতে সুন্দরবন ১০ লঞ্চের ম্যানেজারকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেনি। দুলালের বড় বোন সাহানা আক্তার বলেন, অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেয়ায় আমার ভাইয়ের উপর হামলা করেছে কয়েকজন কেবিনবয়। তিনি আরো বলেন, এঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি।