বরিশাল
রূপাতলীতে ইয়াবাচক্রের প্রধান শিমুল আটক
বরিশাল ব্যুরো।।
বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী থেকে ইয়াবাসহ শিমুল সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) রাতে রূপাতলীর জাগুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি জানান, আটককৃতর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এসআই জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্ততে জাগুয়ায় অভিযান চালালে ৫ পিস ইয়াবাসহ বেলায়েত সরদারের ছেলে শিমুল সরদারকে আটক করা হয়।
থানিা থেকে জানা গেছে, অভিযানে আসাদুল ফকির, খোকা হাওলাদার ও রিয়াজ নামে আরো তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়।
কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। তবে একজনের সম্পৃক্ততা পাওয়ায় বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিমুল সরদারের নেতৃত্বে জাগুয়া এলাকায় মাদক বিক্রি ও মাদকসেবীদের একটি চক্র গড়ে তুলেছে। এই চক্রটির কারনে দিনদিন রূপাতলীতে মাদকসেবী ও বখাটের সংখ্যা বাড়ছে।