ঝালকাঠি
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাতে রাজাপুর-বেকুটিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন– ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত সদস্য নুরুল হক, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালরে দশম শ্রেণির ছাত্র পথচারী অমিত সরদার, অটোরিকশা চালক দেলোয়ার সরদার কাউখালী উপজেলার বাসিন্দা খোকন হোসেন, বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা।
আহতদের মধ্যে পুলিশ সদস্য নুরুল হককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটিকে জব্দ করলেও চালক পালিয়েছেন।