বরিশাল
রাজাপুরে বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিলো ছোট ভাই
মেহেদী হাসান রুবেল :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জমিতে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের কান ও পায়ের রগ কাটলেন আপন ছোট ভাই। সোমবার (১০জুলাই) বিকালে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন, উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে মো. মজিবুর হাওলাদার (৬০)। অভিযুক্ত ব্যক্তি হলেন হাবিব হাওলাদার। তারা আপন দুই ভাই।
স্থানীয়রা জানান, পশ্চিম বাদুরতলা গ্রামে বাড়ির সামনে কবরস্থানের কাছের জমিতে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের দুই ছেলে মজিবুর হাওলাদার ও হাবিব হাওলাদারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মজিবুরকে দেশীয় ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন ছোট ভাই হাবিব। এতে বড় ভাই মজিবুরের মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় ও ডান পায়ের হাঁটুর নিচে রগ কেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।