জাতীয়
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে আগুন
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চটির দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের (শিপিং সার্ভে) প্রধান প্রকৌশলী মাহবুব হোসেন এ তথ্য করেছেন। তিনি বলেন, ‘এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চের দ্বিতীয় তলার একটি এসি কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি।
‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং নিভে গেছে। সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।’ এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস।
লঞ্চটির সুপারভাইজার মো. মাসুদ বলেন, ‘ভেতরে কোনো যাত্রী নেই, কিন্তু আমাদের ৫০-৬০ জনের মতো স্টাফ আছে।’ এ ঘটনায় কেউ হতাহত হননি।