বরিশাল
রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ডে অবস্থিত রয়েল সিটি হাসপাতাল থেকে মুমুর্ষ অবস্থায় সোনিয়া নামে এক রোগীকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সোনিয়া (২৪) বিনয় কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির প্রবাসী সাইফুলের স্ত্রী। নিহতের ভাই বাবুল হাওলাদার জানান, গত ১ মাস ১০ দিন আগে ওই হাসপাতালে সোনিয়া সন্তান প্রসব করেন। বেশ কিছুদিন পর সোনিয়া পেটে ব্যথা অনুভব করলে গাইনি ডাক্তার তানিয়া আফরোজের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। তার পরামর্শ অনুযায়ী গত ২৩ এপ্রিল ওই হাসপাতালে পুণরায় ভর্তি হয় সে। আজ সোমবার সকাল ৮টায় অপারেশনের জন্য ফের সোনিয়াকে ওটিতে নেন ডাক্তার রফিকুল বারী ও মনিরুল আহসান। এবং ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে সোনিয়ার পেটে অস্ত্রপচার করেন ডা. তানিয়া ও তার স্বামী সার্জারি ডাক্তার মো. মনিরুল আহসান। দুপুর ১টার সময় ডাক্তার রফিকুল বারী জানান, সোনিয়ার জ্ঞান ফিরছেনা। তাকে শেরেবাংলা মেডিকেল নিয়ে যান। এদিকে নিহতের স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এবং অনেক আগেই রোগী মারা গেছে বলে তাদের জানানো হয়। শুধু তাই নয়, রয়েল সিটি হাসপাতালে সোনিয়া মারা যাওয়ার পরেও ১২ হাজার টাকার টেষ্ট করানো হয়েছে বলে জানান নিহতের স্বজনরা। এ ঘটনায় বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান নিহতের ভাই বাবুল হাওলাদার। এদিকে রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়, এর আগেও অনেকবার ঘটেছে। কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে যায় ডাক্তার রফিকুল বারী ও তার সহধর্মিণী আফরোজা আক্তার।