বরিশাল সদর
রক্তের সম্পর্কও যখন হেরে যায় তখন মানবতার ইজারাদার পুলিশ!
নিজস্ব প্রতিবেদক।। করোনার ভয়াবহতার কারনে মূল্যহীন হয়ে পড়ছে রক্তের সম্পর্ক। যখন এই ভয়াবহতা কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দেয় তখনই পাশে এসে দাঁড়ায় মানবতার পুলিশ। আজ ১৮ জুন বৃহস্পতিবার আবারো এমনই এক ঘটনার জন্ম বরিশাল নগরীর বগুড়া রোডস্থ সোনালি ব্যাংক কর্পোরেট শাখায়। ছেলেকে বরাবরের মতোই পেনশনের টাকা তুলে দিতে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা এসেছিলেন সোনালী ব্যাংকে। করোনার উপসর্গ নিয়ে হঠাৎ ব্যাংকে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। পরে ব্যাংকে কর্তব্যরত পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে তার সন্তানকে পিতার অসুস্থার খবর জানায়। পিতার অসুস্থতার খবরেও মন গলেনি সন্তানের। অসুস্থ বৃদ্ধের সন্তান পুলিশকে জানায়, আপনারা যা করার করেন। কর্তব্যরত পুলিশকে এমন বিরক্তি প্রকাশ করে ফোনেই কেটে পরেন জন্মদাতা অসহায় বাবার কুলাঙ্গার সন্তান। এদিকে এমন হৃদয়বিদারক ঘটনার খবর জানতে পেরে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম হতভাগা পিতাকে এম্বুলেন্সযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অসহায় বৃদ্ধের উন্নত চিকিৎসার প্রক্রিয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এ ব্যাপারে ওসি নুরুল ইসলাম পিপিএম বলেন, “কেউ এগিয়ে না এলেও অসহায় বাবার সাথে আমরা আছি, থাকবো শেষ পর্যন্ত। “