জাতীয়
যুবলীগ নেতার রান্নাঘরে ৩ পেট্রলবোমা
রির্পোট দেশ জনপদ ॥ সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য গিয়ে চকির নিচে একটি প্যাকেট দেখতে পান। প্যাকেটের মধ্যে বোমা দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়া হয়। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানান।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে তিনটি তাজা পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কেউ ইচ্ছা করে মহিউদ্দীনকে ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেটি দেখা হচ্ছে। পুলিশের সঙ্গে র্যাবও কাজ করছে।
সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন রতন জানান, সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য গিয়ে চকির নিচে একটি প্যাকেট দেখতে পান। প্যাকেটের মধ্যে বোমা দেখে তারা তাকে (রতন) খবর দেন। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।