বরিশাল
মেহেন্দিগঞ্জ ও ভাষানচরে চেয়ারম্যান পদে ৭ ও মেম্বার পদে ৯৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক॥ মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং মেহেন্দিগঞ্জ সদর ও ৭নং ভাষানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৭ ও মেম্বার পদে ৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী মজিবুর রহমান কাল্টু ঢালী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহম্মেদ, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ খান এবং ভাষানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু, স্বতন্ত্র প্রার্থী কাজী ইউসুফ হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী জাফর আহম্মেদ ছিদ্দিকি। এছাড়া মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের মেম্বার পদে (সাধারণ সদস্য) ৩৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং ভাষানচর ইউনিয়নে মেম্বার পদে (সাধারণ সদস্য) ৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে নির্বাচনে প্রধান বিরোধীদল জাতীয়পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। এদিন বেলা ১২টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন-কে সাথে নিয়ে আওয়ামীলীগের মনোনীত ২ প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ও মজিবুর রহমান কাল্টু উপজেলা নির্বাচন অফিসারের কার্য়ালয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন এবং বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন আহম্মেদ তার কর্মীসমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।