বরিশাল
মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ ‘‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’’ এই স্লোগানে মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০। দিবসটি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চেক হস্থান্তর ও প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফখরউদ্দিন রাজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব উন্নয়ন কর্মসংস্থানের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ যুব উন্নয়ন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করেণ।