বরিশাল
মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় প্রান হারালেন মোটর সাইকেল মেকানিক
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে আসন্ন ৩০ জানুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক জমাদ্দার এর সমর্থক মোটর সাইকেল মেকানিক আফসার হোসেন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনা সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে পাতারহাট আর.সি কলেজ সংলগ্ন শ্যামল শীলের সেলুনের সম্মুখে পৌরসভার ৮নং ওয়ার্ডে (উটপাখী) মার্কার কাউন্সিলর প্রার্থী সাকিও কাওসার (নিপ্পন তালুকদার) নিজেই কথা কাটাকাটির এক পর্যায় এলোপাথাড়ি কিল, ঘুষি মারেন মোটর সাইকেল মেকানিক আফসার হোসেন কে।
এসময় মেকানিক আফসার মাটিতে লুটিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মটোর সাইকেল মেকানিক আফসার মৃত্যুবরন করেন ।