বরিশাল
মেহেন্দিগঞ্জে ধান ক্রয়ের উদ্বোধন : কৃষকের ধান পাচ্ছে না খাদ্য বিভাগ
নিজস্ব প্রতিবেদ॥ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার মূল্য বেশী হওয়ায় কৃষকরা ধান দিচ্ছেন না খাদ্যবিভাগে।মেহেন্দিগঞ্জে কৃষকের কাছ থেকে উপজেলা খাদ্যবিভাগ কর্তৃক ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। উদ্বোধন করলেও খাদ্যবিভাগে আশানুরূপ ধান বিক্রয় করেননি কৃষকরা। সরকারী নির্ধারিত মূল্য ১০৪০ টাকা কিন্তু খোলাবাজারে ১১শ থেকে ১১শ ৫০ টাকা দরে প্রতি মণ ধান বিক্রয় করেন কৃষকরা।
উপজেলা খাদ্যবিভাগ কৃষকের কাছ থেকে মোট ৬ শত ২৪ মেট্রিক টন ধান ক্রয় করবে তবে একজন কৃষক সর্বোচ্চ ৬ মেট্রিক টন করে ধান বিক্রয় করতে পারবেন খাদ্যবিভাগে। সরকারী নির্ধারণ ও বাজার মূল্য নিয়ে বিপাকে খাদ্যবিভাগ। আশানুরূপ ধান গুদামজাত করতে পারবেনা উপজেলা খাদ্যবিভাগ।
উদ্বোধনীতে উপজেলার পৌর এলাকার সোনামুখী থেকে কৃষক রিপন বেপারী ও বদরপুর থেকে মোঃ আলী মাঝি ৩ মেট্রিক টন করে ৬ মেট্রিকটন ধান খাদ্য বিভাগে বিক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আমজাদ উদ্দিন চৌধুরী ও সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির মাশরেক।