বরিশাল
মেহেন্দিগঞ্জে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ওই কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হলে বিচারক আবু শামীম আজাদ তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
একই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী স্কুলছাত্রীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন শিশু আদালত।
স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত ৬ আগস্ট বিকেলে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যায় ওই ছাত্রী (১১)। বাড়ি ফেরার পথে অভিযুক্ত ও তার সহযোগী ওই স্কুলছাত্রীকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তাকে অভিযুক্ত কিশোর ধর্ষণ করে এবং বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত কিশোর। এরপর ওই শিশু বাড়ি ফিরে তার মাকে সব কিছু বলে দেয়।
এদিকে এ ঘটনায় স্কুলছাত্রীর মা মামলা করতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের পক্ষ থেকে বাঁধা দিয়ে সালিশি বৈঠকের প্রস্তাব দেয়। ৭ আগস্ট কাজিরহাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রী ও তার মাকে থানায় ডেকে নেয়। এরপর স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মামলা দায়েরের পর শনিবার (৭ আগস্ট) রাতে চর মাধবরায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এরপর রোববার (৮ আগস্ট) বিকেলে শিশু আদালতে সোপর্দ করা হয়। শিশু আদালত তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আর অভিযুক্ত ধর্ষকের সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।