বরিশাল
মেহেন্দিগঞ্জে জেলহত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা বাংলদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহাম্মেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন- ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার প্রয়াস চালিয়েছে খুনি চক্র। কিন্তু তা সফল হয়নি। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি ডা. সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, উপজেলা যুবলীগ সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি ওহাব আলী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মনির জমাদ্দার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলী আবদুল্লাহ দোলনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।