বরিশাল
মেহেন্দিগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদে সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে অংশগ্রহণ করেণ।
সমাবেশে বক্তারা, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরকারীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।