বরিশাল
মেহেন্দিগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবেক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), সাবেক সফল চীফ হুইফ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান’র উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর পাতারহাট খানা আব্দুল্লাহপুর জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। এতে অন্যানের মধ্যে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশ্রাফুদ্দিন খান মেনু, সদস্য আসাদুজ্জামান আসাদ,
পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর নুরুল হক জমদ্দার, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর এইচ এম নোমান,
যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবু, শামিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মামুন, উপজেলা ছাএলীগ নেতা খান মোহাম্মদ রিমন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা আব্দুল্লাহপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন।