বরিশাল
মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউপি নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি তৃণমূলের সমর্থিত প্রার্থীরা জেলা আওয়ামীলীগের উপর অন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ উলানিয়া (উত্তর) চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ হাওলাদার এবং উলানিয়া (দক্ষিণ) চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাবিবুর রহমান লিটন। বক্তারা বলেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে জেলা কমিটি থেকে বিতর্কিতদের নাম অন্তর্ভূক্ত করে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। তৃণমূলের মতামত উপেক্ষা করে জেলা থেকে কেন্দ্রীয় কমিটির কাছে যে তালিকা পাঠানো হয়েছে সেখানে বিএনপি পরিবারের মনোনয়ন প্রত্যাশিও রয়েছেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির স্বাক্ষর জাল করে জেলা থেকে বিতর্কিতদের তালিকা পাঠানো হয়ে বলে তারা দাবী করেণ। তারা বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসে প্রথম অবস্থায় তৃণমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের সুপারিশকৃত তালিকা পাঠানো হয়নি। এক পর্যায়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াবদুল কাদের এর হস্তক্ষেপে জেলা থেকে তৃণমূলের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠানো হয়। পরবর্তীতে তারা উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেণ। তারা আরো জানান, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেয়া হলে তা মেনে নিবেন না। এসময় তারা আসন্ন উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উলানিয়া (উত্তর ও দক্ষিণ) আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।