ঝালকাঠি
মেশিনে বোরো ধান কাটা শুরু
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি শ্রমিক সংকটে বোরো পাকা ধান কাটা নিয়ে বিপাকে পরে কৃষকরা। নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কম্বাইন্ড হইবেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন করা হয় ।
আজ বুধবার সকালে উপজেলার ষাইটপাকিয়া গ্রামের কৃষক শাহিন চৌধুরীর সহ ৮২ জন কৃষকের ৫০ একর জমির খেতের বোরো ধান কর্তনের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা মধ্যে দিন পার করছিলো উপজেলার কৃষকরা ।
এরি মধ্যে খেতের বিভিন্ন স্হানে পানি ডুকে পড়ে ধান খেতে। এতে ধান নস্ট হয়ে যাওয়ার আশংক্ষা দেখা দেয়। ধান কেটে দেয়ার এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরা।